'পাঠান' দেখতে গিয়ে তোপের মুখে দীপিকা পাডুকোন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫৪ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩
মুক্তির পরই আলোচনার শীর্ষে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান'। বিশ্ব জুড়ে ঝড় তুলেছে সিনেমাটি। ইতোমধ্যে বক্স অফিসে ৪০০ কোটির ঘরে ছাড়িয়ে গেছে ছবিটি।
সম্প্রতি মুম্বাইয়ের আইকনিক সিঙ্গেল স্ক্রিন গ্যালাক্সিতে ছবিটি দেখতে গিয়ে ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।
জানা গেছে, মুখ ঢেকে বান্দ্রার সিনেমা হলে 'পাঠান' দেখতে যান দীপিকা। এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের ক্যাজুয়াল পোশাক, মাথায় কালো টুপি ও মাস্ক। হঠাৎ নায়িকার এমন সাজ থাকায় তাকে দেখা পাননি দর্শকরা। তবে তার আগমন ঘিরে ছিল কড়া নিরাপত্তা।
সেখানে মুম্বাই পুলিশ থেকে শুরু করে করে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরও কমতি ছিল না সেখানে। গাড়ি থেকে নেমেই সরাসরি হলের ভেতরে যান তিনি। তবে কিছুক্ষণ পরেই বাইরে বেরিয়ে আসেন তিনি।
এভাবে হলে আসার কারণে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা করেছেন। তারা বলেন, 'যদি মুখই না দেখাবেন, তাহলে এভাবে হলে আসার কি দরকার ছিল দীপিকার। আবার অনেকেই বলেন, হয়তো মুখ দেখাতে লজ্জা লাগছে, তাই এভাবে এসেছেন।'
জেবি/এসবি