গার্ডারচাপায় মৃত্যু: ৪ স্ত্রীর যে যতো ক্ষতিপূরণ পাবেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৪ এএম, ৩১শে জানুয়ারী ২০২৩


গার্ডারচাপায় মৃত্যু: ৪ স্ত্রীর যে যতো ক্ষতিপূরণ পাবেন
৪ স্ত্রীর যে যতো ক্ষতিপূরণ পাবেন

রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি।


এই এই ক্ষতিপূরণের টাকা নেওয়ার জন্য আবেদন করেছিলেন নিহত নুর ইসলামের চার স্ত্রী ও তিন সন্তান। 


এদিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম নিহতের পরিবারের ওয়ারিশদের বণ্টন করে দেন এই টাকা।


নিহত নুর ইসলামের চার স্ত্রী ও দুই মেয়ে ও এক ছেলে ক্ষতিপূরণের টাকা নেওয়ার জন্য আবেদন করেন। 


জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেক স্ত্রীকে ৬২ হাজার ৫০০ টাকা, প্রত্যেক মেয়েকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং ছেলেকে ৮ লাখ ৭৫ হাজার টাকা পৃথকভাবে ৩০০ টাকায় ননজুডিসিয়াল স্ট্যাম্পে জিম্মানামা দাখিল পূর্বক জিম্মা দেওয়ার নির্দেশ দেন।


নিহত নূর ইসলামের সাত ওয়ারিশ পৃথকভাবে স্ট্যাম্পে জিম্মানামা দিয়ে নিজের হাতে টাকা গ্রহণ করেন। জিম্মানামায় তারা উল্লেখ করেন, ‘টাকা নিয়ে কোনো বিরোধ দেখা দিলে আদালত চাহিবামাত্র আমি আদালতে টাকা জমা প্রদান করিব।’


উত্তরা পশ্চিম থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘গত ২৪ জানুয়ারি ওয়ারিশদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য আদালত নির্দেশ দেন।