ফেনীর সোনাগাজীর ডাকাত সর্দার শাহাদাত গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫১ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩
ফেনীর সোনাগাজীর কুখ্যাত ডাকাত সর্দার মো: শাহাদাত হোসেন (৩০) প্রকাশ শাহজাহান ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন।
এসময় তিনি জানান, গত রবিবার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতিকৃত পণ্য সামগ্রী এবং ডাকাতিতে ব্যবহারিত অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে ফেনীর সোনাগাজীর সমপুর এলাকায় তারা অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার।
পুলিশ জানায়, উক্ত আসামীর নামে ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরি ও চেতনানাশক মামলাসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।সে ফেনীর সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মৃত মাঈন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত সে ডাকাতির সাথে জড়িত।