৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩
আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বলে জানা গেছে। সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) আইএমএফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি থেকে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার হবে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে যার ফলে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় আইএমএফের ঋণ সহায়ক হবে।
বাংলাদেশ স্বীকার করে যে, এই তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পাশাপাশি, দীর্ঘস্থায়ী কাঠামোগত সমস্যা সমাধান জরুরি। আইএমএফ এর দেওয়া এই অর্থ যোগ হবে বাংলাদেশের রিজার্ভে।