মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি ৯ আ.লীগ ৫ ও স্বতন্ত্র ১ পদে বিজয়ী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩


মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি ৯ আ.লীগ ৫ ও স্বতন্ত্র ১ পদে বিজয়ী
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৩-২৪ সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ৩৪২জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট প্রদান করেন। 


ভোট গননা শেষে রাত ১১টার দিকে নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে আওয়ামী লীগ ৫টি পদ বিএনপি ৯টি পদ ও স্বতন্ত্র প্রার্থী এক পদে জয়লাভ করেছেন।


সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট  মো. জাকারিয়া মোল্লা (বিএনপি)  ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম (স্বতন্ত্র)। এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ.লীগ), অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম মানিক (আ.লীগ), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি), কোষাধক্ষ অ্যাডভোকেট হযরত আলী (আ.লীগ), লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট গাজী শাহরিয়ার রকি (আ.লীগ)।


কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মো. নূর হোসেন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন অ্যাডভোকেট মাহাবুব ঢালী (বিএনপি), চতুর্থ অ্যাডভোকেট ফয়সাল আহাম্মেদ  প্রিন্স (আ.লীগ) বিজয়ী হয়েছেন।


আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, অ্যাডভোকেট হান্নান জুয়েল, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল।