না. গঞ্জে পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা ওয়েল কোম্পানির ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০) ও নাজমুল (২৫)।
দগ্ধদের নিয়ে আসা সহকর্মী জানান, আজ সকালে ঘটনাস্থলে তেলের লরিতে তেল লোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।
জেবি/এসবি