কড়া নিরাপত্তা বলয়ে থাকবে বইমেলা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৭ এএম, ১লা ফেব্রুয়ারি ২০২৩

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বইমেলা কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে মেলা প্রাঙ্গণ, শাহবাগ, পলাশীসহ আশপাশের এলাকা কড়া নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি কমিশনার বলেন, বইমেলার নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা শাহবাগ থেকে পলাশী পর্যন্ত পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কন্ট্রোল রুমে বসে পুরো বইমেলা ও আশপাশের এলাকা আমরা সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল করতে পারব।
খন্দকার গোলাম ফারুক বলেন, সার্বিক ব্যবস্থা নিয়ে এর আগে আমরা সব স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমির সব প্রকাশক-লেখকদের নিয়ে আমরা বৈঠক করেছি। সে অনুসারে এবার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।
ডিএমপি কমিশনার বলেন, আসলে বুঝতে হবে কোনো লেখকের উপরে কোনো হুমকি নাই। তারপরেও কোনো লেখক-প্রকাশক যদি মনে করেন, তার ওপর কোনো হুমকি আছে- তার ওপর আমরা বিশেষ নজর রাখবো।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা
