খিলগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২১ এএম, ১লা ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মেরাদিয়া এলাকায় হেলেনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার এসআই মোসাম্মাৎ সোনিয়া পারভীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে হেলেনা আত্মহত্যা করে থাকতে পারেন।
তিনি আরও জানান, সুজন পেশায় অটোরিকশা চালক। পাশাপাশি তিনি বাসের হেলপারিও করেন। মরদেহ উদ্ধারের পর স্বামী সুজনকে হেফাজতে নিয়েছিলাম। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা তাকে ছেড়ে দেই।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা
