স্বতন্ত্র প্রার্থী আসিফ নিজেই আত্মগোপনে রয়েছেন: ইসি আনিছুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১২ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোনও বাহিনী জড়িত নয়। তিনি নিজেই আত্মগোপনে রয়েছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মো. আনিছুর রহমান বলেন, আমরা একটা ভিডিও দেখেছি, তাতে মনে হয় আত্মগোপনের পরিকল্পনা আগেই করা ছিল এবং সেটাই ঘটেছে। তাকে খুঁজে পেলে বিষয়টি জানা যাবে।
তিনি বলেন, আমাদের নির্দেশনা দেওয়া আছে যে, তাকে খুঁজে বের করে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে হবে।
তিনি আরও বলেন, তার নিখোঁজের সংবাদ যেহেতু গণমাধ্যমে এসেছে, এরপর আমরা মাঠ প্রশাসনে কথা বলেছি। এরপর ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। কী ঘটেছে সে রিপোর্ট চেয়েছি।
ইসি আনিছুর বলেন, একটা লোক যদি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে থাকে, তাহলে তো তাকে খুঁজে বের করা কঠিন। আমাদের কাছে যে তথ্য-উপাত্ত আছে, তাতে আত্মগোপনে আছেন বলেই ধারণা জাগে। এছাড়া যে রেকর্ড আছে, তাতে তিনি তার স্ত্রীকে বলছেন যে কী কী আনতে হবে।