গোপালগঞ্জের আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন করলেন সওজ'র প্রধান প্রকৌশলী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৫ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


গোপালগঞ্জের আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন করলেন সওজ'র প্রধান প্রকৌশলী
গোপালগঞ্জের আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন করেছেন সওজ'র প্রধান প্রকৌশলী

টেকেরহাট - গোপালগঞ্জ - ঘোনাপাড়া (আর-৮৫০) আঞ্চলিক মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে তিনি এ সকল প্রকল্প পরিদর্শন করেন। প্রধান প্রকৌশলীর সফর সঙ্গী হিসেবে সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (টেকনিক্যাল সার্ভিসেস উইং) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, সওজ -এর ইনফরমেশন সার্ভিসেস বিভাগ ও প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার (নির্বাহী প্রকৌশলী) সৈয়দ হালিমুর রহমান উপস্থিত ছিলেন।


এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের ঠিকাদার ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


পরে বিকালে গোপালগঞ্জ সওজ-এর বাংলোতে প্রধান প্রকৌশলী মো. ইসহাক গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে চলমান কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


জেবি/এসবি