বইমেলার পর্দা উঠছে আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


বইমেলার পর্দা উঠছে আজ
বই মেলায় বই কিনছেন ক্রেতারা

অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে। কেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলার ঊনচল্লিশতম আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ'।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি লেখক সেলিনা হোসেন এবং স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা।


এসময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমির প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২' বিজয়ীদের হাত্তে তুলে দেবেন। 


কর্মদিবসে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া সরকারি ছুটির দিন বেলা ১১ টা থেকে রাট ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে দুপুরে খাবার ও নামাজের এক ঘণ্টা বিরতি থাকবে। 


মেলায় প্যাভিলিয়ন থাকছে ৩৮টি। একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিটসহ মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া লিটল ম্যাগাজিন চত্বরে ১৫৩টি স্টল থাকবে, যা ২০২২ সালে ছিল ১২৭টি, ২০২১ সালে ১৪০টি এবং ২০২০ সালে ১৫৫টি।


জেবি/এসবি