ভোট সুষ্ঠু হলে আমিই জিতব: হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


ভোট সুষ্ঠু হলে আমিই জিতব: হিরো আলম
সকালে সদরের এরুলিয়া কেন্দ্রে ভোট দেন হিরো আলম- ছবি: সংগৃহীত

আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বগুড়া দুই আসনের উপ নির্বাচনের ভোট দিয়েছেন।


বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সদরের এরুলিয়া কেন্দ্রে আসেন। এরপর পৌনে ১০টার দিকে তিনি ভোট দেন।


ভোটকেন্দ্র থেকে বেরিয়ে হিরো আলম সাংবাদিকদেরকে বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। বগুড়া-৪ আসনের খবরও এখন পর্যন্ত ভালো পেয়েছি। আমি আগে থেকেই আশঙ্কা করছিলাম সদরে ভোটের দিন ঝামেলা হতে পারে। 


তিনি বলেন, আমাদের লাহিড়ীপাড়া কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। আমি অনেকবার ফোন দেয়ার পর নির্বাচন কর্মকর্তা ফোন ধরেছে। তাদের বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি দেখবে বলে জানিয়েছে। তিনি আরো বলেন, আমরা সবাইকে বলেছি সুষ্ঠু ভোট হবে এবার। আপনারা সবাই কেন্দ্রে এসে ভোট দেবেন। নির্বাচনের শেষ পর্যন্ত অবশ্যই থাকার নিয়ত আছে। শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো আজ।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঝপথে এক প্রার্থী কখন পালিয়ে যায়, না আমরা শোনেন, যখন দেখতেছেন আমার এজেন্টকে বের করে দেয়া হইতেছে। জোর করে ভোটে সিল দিতেছে। 


দুই আসন থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী কিনা এমন প্রশ্নে হিরো আলম বলেন, দুই আসন থেকে এখন এই মুহুর্তে বলতে পারতেছি না। কারণ বগুড়া সদরে ইতোমধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে। বগুড়া সদর থেকে পাশ করবো কিনা জানি না।