শুটিংয়ে আহত সানি লিওন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:০৯ এএম, ২রা ফেব্রুয়ারি ২০২৩

সানি লিওন
নীল ছবির একসময়ের তারকা সানি লিওন। সেই জগৎ ছেড়ে জায়গা করে নিয়েছেন বলিউডে। বর্তমানে তিনি নিয়মিত বলিউডে অভিনয় করে যাচ্ছেন।
সম্প্রতি সিনেমার শ্যুটিংয়ে মারাত্মক আঘাত পেয়েছেন অভিনেত্রী সানি লিওন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভিডিও পোস্ট করেঅনুরাগীদের নিজেই এ খবর জানান।
ভিডিওতে দেখা যায়, তিনি ছবির কস্টিউমে সজ্জিত হয়ে রয়েছেন। পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা গেছে তাকে। সহকর্মীদের কেউ কেউ তার ক্ষত সারাতে সাহায্য করছেন।
লম্বা একটা সময় পর্দায় না দেখা গেলেও খুব শিগগির কামব্যাক করছেন সানি। ক্রিস্টি’ নামের একটি ছবির মাধ্যমে ফেরা হচ্ছে তার। ছবিটি নির্মাণ করছেন মালবিকা মোহনান। এ ছবির শুটিংয়ে অংশ নিয়ে আহত হয়েছেন এ অভিনেত্রী।
জেবি/এসবি