লালবাগে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর লালবাগের নবাবগঞ্জে তুষার (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুষারের বোনজামাই ফারুক জানান, আমার শ্যালক ব্যবসা করত। সে মাদক সেবন করত। আমার শাশুড়ি তার (তুষার) গালে চড় দেয়। এতে সে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে লোহার রডের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।