গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৭ এএম, ২রা ফেব্রুয়ারি ২০২৩

স্বজনদের আহাজারি
গাজীপুরে ট্রাক চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কোনাবাড়ি থানাধীন পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেট সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন।
তিনি জানান, ইউরিকো এঞ্জেল স্কুল স্কুলের শিক্ষার্থী রনি (৮) ছুটির শেষে গেট থেকে বের হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক স্কুলের ভিতরে প্রবেশ পথে শিশুটি ট্রাকের নিচে চাপা পরে। পরেও স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।