জাপানি মেয়েসহ আত্মগোপনে থাকা বাবাকে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০০ এএম, ২রা ফেব্রুয়ারি ২০২৩

আদালতের নির্দেশনা উপেক্ষা করে জাপানি ছোট মেয়েসহ আত্মগোপনে থাকা বাবাকে উদ্ধার করেছে র্যাব। এর আগে দুই শিশু সন্তানকে মা জাপানি চিকিৎসক নাকানো এরিকোর জিম্মার রাখার আদেশ দেন আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারি) র্যাবের একটি দল রাজধানীর কালাচাঁদপুর থেকে ছোট মেয়েসহ ওই বাবাকে উদ্ধার করে।
র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আদালতের রায় ছিল মায়ের কাছে থাকবে জাপানি দুই সন্তান। কিন্তু রায় প্রতিপালেন থানা পুলিশ বাবাসহ ছোট মেয়েকে খুঁজে পাচ্ছিল না। রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় আত্মগোপন করা বাবা ইমরান শরিফকে ছোট মেয়েসহ হেফাজতে নেওয়া হয়।
এদিকে আদালতের রায় অমান্য করে জাপানি মা নাকানো দ্বিতীয় বারের মতো তার বড় মেয়ে জেসমিন মালিকা নিয়ে গতকাল রাতে পালানোর চেষ্টা করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে। তবে সে কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা
