কম কথা বললে মানুষ ভাবে অহংকারী: রাশমিকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:২৭ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩


কম কথা বললে মানুষ ভাবে অহংকারী: রাশমিকা
রাশমিকা মান্দানা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমা নিয়ে মন্তব্য করে বেশ কয়েক মাস ধরে আলোচনায় রয়েছেন তিনি।  বিতর্কিত মন্তব্য নিয়ে রাশমিকাকে কটূ কথাও কম শুনতে হয়নি! এসব বিষয় নিয়ে কয়েক দিন আগে মিডিয়ায় সামনে কথা বলেন এ অভিনেত্রী। 


এ প্রসঙ্গে  রাশমিকা মান্দানা বলেন, 'আমার শরীর নিয়ে মানুষের সমস্যা। আমি শরীর চর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহংকারী! আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকব না চলে যাব?'


এ অভিনেত্রী আরও বলেন, 'আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।' 


রাশমিকার ওই সাক্ষাতকারের ভিডিওর কমেন্ট বক্সে নেটজনতারা  অনেকে মন্তব্য করেছেন। তাদের অনেকের দাবি- রাশমিকার সঙ্গে এ ধরনের আচরণ করা মোটেও ঠিক হচ্ছে না।


জেবি/এসবি