সংসদ নির্বাচন কবে, জানালেন সিইসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৯ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,' চলতি বছরের (২০২৩) ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত।'
বুধবার (১ ফ্রেবুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা জানান।
৬টি আসনের উপনির্বাচনের বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠ ও শন্তিপূর্ণ হয়েছে।
তিনি বলেন, উপনির্বাচনে উপস্থিতির হার তুলনামূলক কল ছিল, ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে।
হাবিবুল আউয়াল, অনেক জায়াগায় মেশিনের মাধ্যমে ভোট গণণা শুরু হয়েছে। আশা করি ২ থেকে ৪ ঘণ্টার পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
জেবি/এসবি