আমারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে: মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহি আগে থেকেই আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতিতে সক্রিয়। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উপকমিটির সদস্য।
গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। পরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় মুহা. জিয়াউর রহমানকে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে জয় পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। এদিকে, ভোটের আগে দলের হয়ে নৌকার পক্ষে কাজ করেছেন মাহিয়া মাহি।
বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটের দিন মাহি জানান, তারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি দলের জন্য কাজ করে যেতে চান তিনি।
জেবি/এসবি