পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
দেশের প্রথম ৩১.২৪১ কিলোমিটার দীর্ঘ পাতাল রেলপথের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্প বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ৫ মিনিটে উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। এটিই দেশের মেট্রো রেলের প্রথম পাতালযাত্রা। এ পথে দৈনিক আট লাখ যাত্রী চলাচল করতে পারবে।
এর আসগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃগস্পতিবার সকাল ১১টায় পূর্বাচল সেক্টর-৪ এ ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ –এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, সরকার ২০২৬ সালের মধ্যে আনুমানিক ৫২,৫৬১.৪৩ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার পর্যন্ত মাটির নিচ দিয়ে এবং এলিভেটেড উভয় সুবিধা সম্বলিত এমআরটি লাইন-১ নির্মাণ করবে।
আগামী ২০৩০ সাল নাগাদ রাজধানী ঢাকায় মোট ৬টি মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে উল্লেখ করে সিদ্দিক বলেন, ডিএমটিসিএল এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।
জেবি/এসবি