আমাদের ভেঙ্গে ফেলা যাবে না: ফারুকী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৩


আমাদের ভেঙ্গে ফেলা যাবে না: ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

চার বছর ধরে সেন্সরে আটকে থাকা আপিল বোর্ডের অনুমতি পেলেও সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ‘শনিবার বিকেল’ সিনেমার মুক্তির দিন পিছিয়ে গেল। বেআইনিভাবে সিনেমাটি আটকে রাখার জবাব চান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, 'তিন তারিখ শনিবার বিকেল মুক্তি দেওয়া গেলো না। কারণ আমরা এখনও সার্টিফিকেট হাতে পাইনি। এই অত্যন্ত খারাপ কাজটার প্রতিক্রিয়ায় আমরা অধৈর্য হতে পারতাম। কিন্তু আমরা পণ করেছি, ধৈর্য ধরার। কারণ আমরা জানি, আমাদের লক্ষ্য কি।'


ফারুকী  লিখেছেন, 'আমাদেরকে দেরি করিয়ে দেওয়া হয়ত যাবে, আহত করা হয়ত যাবে, কিন্তু ভেঙ্গে ফেলা যাবে না। কারণ আমরা উঠে এসেছি এই জাতির দগদগে বাস্তব আর লাল-নীল স্বপ্নের অনেক গভীর থেকে।'


তিনি বলেন, 'তিনের জায়গায় না হয় দশ হবে, কিন্তু বাংলার দামাল ছেলেদের দাবায়ে রাখতে পারবা না! আরেকটা কথা বলা দরকার, যে বা যারা আপিল কমিটি রায় দেওয়ার পরও বেআইনিভাবে সিনেমাটি এখনও আটকে রেখেছে তাদেরকে জবাব দিতে হবে, কোন কারণে আমাদের মুক্তিতে বিলম্ব ঘটানো হচ্ছে?'


জেবি/এসবি