বর্তমান সরকারের অধীনে জীবনেও সুষ্ঠু নির্বাচন হবে না : হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৩


বর্তমান সরকারের অধীনে জীবনেও সুষ্ঠু নির্বাচন হবে না : হিরো আলম
বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আলোচিত হিরো আলম বলেছেন, এই সরকারের অধীনে জীবনেও সুষ্ঠু নির্বাচন হবে না।


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব কথা বলেন।


হিরো আলম বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট আশা করা যায় না। আশ্চর্যের বিষয় হিরো আলমকে দেখে তারা ভয় পায়। 


তিনি বলেন, আমার ভয়ে ভোটের ফলাফল পাল্টিয়ে দিয়েছে। আমার সঙ্গে সাধারণ জনগণ আছে। ইনশাআল্লাহ আমি লড়াই করে যাবো।


তিনি আরও বলেন, আমি বিজয়ী, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।  ভোটাররাও এটা মেনে নিতে পারছেন না। 


ইভিএম নিয়েও প্রশ্ন তুলে হিরো আলম বলেন, মারবে এক জায়গায়, যাবে অন্য জায়গায়। ইভিএমও সঠিক নয়।


তিনি বলেন, বগুড়া-৬ আসনেও ভোট সঠিক হয়নি। সঠিক ভোট হলে আওয়ামী লীগ জীবনে বগুড়ার এই আসনে জিততে পারবে না।  সদর আসনে অনেক কেন্দ্রে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেয়নি।


হিরো আলম বলেন, আসলে আমাকে একটি মহল মেনে নিতে পারছে না। কারণ,  আমি দেখতে সুন্দর না, চেহারা ভালো না, লেখাপড়া কম। আমি সংসদে গেলে নাকি ইজ্জত যাবে। এ কারণে এবার দিয়ে দুইবার আমার মনোনয়ন বাতিল করা হলো। হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে আনতে হলো।