ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৬:৫৪ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৩


ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়েছেন বলে জানালেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে এ তথ্য জানান তিনি।

পোস্টে কয়েকটি ছবি সংযুক্ত করে ক্যাপশনে জয়া লিখেছেন, দ্বিতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আমি একদিকে যেমন আনন্দিত আরেকদিকে অনেক সম্মানিত বোধ করছি। 

তিনি আরও লিখেছেন, আগামী দুবছর ইউএনডিপির সাথে আমি জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি বিষয়ে একসাথে কাজ করব। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও সচেতনতা বাড়াতে কাজ করব।