পুলিশকে ফাঁকি দিয়ে নারীদের মাধ্যমে হেরোইন পাচার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১০ পিএম, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁ থেকে ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে র্যাব বলছে, গ্রেফতার এড়াতে চক্রটি নারী সদস্যদের দিয়ে পাচারের কাজ করাতো।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শাকিবুর রহমান (৩৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৭) এবং তাদের সহযোগী রাজিয়া খাতুন (৩৩)।
এক সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে বলা হয়, ‘চক্রের হোতা’ শাকিব এবং রাজিয়া খাতুনকে গ্রেফতার করা হয় গাজীপুরের কালিয়াকৈর থেকে। আর সেলিনা খাতুনকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়।
‘জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি পাশ্ববর্তী দেশ থেকে রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে প্রতি মাসে ৪ থেকে ৫ কেজি করে হেরোইন নিয়ে আসে। মাদক বহনের কৌশল হিসেবে তারা নারী সদস্যদের ব্যবহার করত। তাদের মাদক ব্যবসার চক্রে ১০ থেকে ১২ জন নারী সদস্য রয়েছে।’
র্যাব কর্মকর্তা মঈন বলেন, মাদকের পরিমাণ বেশি হলে শাকিব নিজের মোটরসাইকেলে করে তা সরবরাহ করত। গ্রেফতারের সময়ও তার কাছে তিন কেজির বেশি হেরোইন ছিল।
মঈন বলেন, শাকিব এখন মাদকের কারবার করলেও একসময় চুরির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা
