একই পরিবারে ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩


একই পরিবারে ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ
একই পরিবারে ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

ফরিদপুর সদরে একই পরিবারের ৫ সদস্য একসাথে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে জানা গেছে। 


শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ধর্মান্তরিত পরিবারে প্রধান ঘোষণাকারী বর্তমানে মোসা. রাবেয়া বেগম (সাধনা রানী) এ তথ্য নিশ্চিত করেন। 


এর আগে গত ১৯ জানুয়ারি, ফরিদপুর জজকোর্টে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে সনাতনধর্ম ত্যাগ করে, একই পরিবারের ৫ সদস্য মুসলমান ধর্ম গ্রহণ করেন। 


এরা হলেন, পূর্বের নাম ১, সাধনা রানীর পরিবর্তে মোসা. রাবেয়া বেগম, জয় মালোর পরিবর্তে মো. সেখ সাদ, বিজয় কুমার মালোর পরিবর্তে মো. সেখ ইব্রাহিম, অজয় কুমার মালোর পরিবর্তে মো. সেখ আফিফ, অমৃতার পরিবর্তে ফাতিমাতুজ জোহরা।


রাবেয়া জানান, আমরা যে এলাকায় বসবাস করি সে এলাকার মুসলমানরা খুবই ভাল ও দয়াবান। দীর্ঘদিন যাবৎ তাদের সমাজে মিলে মিশে বুঝতে পারলাম ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম সম্পর্কে জেনে শুনে আমরা স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করি।


ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. আফছার মন্ডল বলেন, বিষয়টি শুনে খুশি হয়েছি। এক সাথে একই পরিবারে ৫ জন মুসলমান হয়েছে। 


ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. লিটন ঢালী বলেন, বিষয়টি শুনে ভাল লাগলো, আমিও অবগত হয়েছি।