গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা, বিয়ের খরচ কত জানেন?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩


গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা, বিয়ের খরচ কত জানেন?
সিদ্ধার্থ - কিয়ারা

চলতি ভালোবাসার মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তারা। যদিও উৎসব শুরু আজ ৪ ফেব্রুয়ারি থেকেই। 


তাদের বিয়েতে আমন্ত্রিত হবেন ১০০-১২৫ জন অতিথি। এ তালিকায় বর-কনের ঘনিষ্ঠ আত্নীয়রা ছাড়াও রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।


অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রাসাদটির ৮০টি কামরা। এছাড়াও যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়ি। যোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে গাড়িগুলো। এক এক রাতের জন্য কত খরচ পড়বে বিয়েবাড়ির?


বিয়ের  ক’দিন স্যুইট আর  হাভেলি মিলে এক এক রাতে ভাড়ার অংক কয়েক কোটি রুপি ছাড়াতে পারে জানা গেছে। তার কারণ সূর্যগড়ের সব থেকে সস্তার ঘরটির ভাড়াই ২০ হাজার রুপি। ১২৫ জন অতিথিকে আর নিশ্চয়ই যেমন তেমন ঘরে রাখবেন না তারা। 


এদিকে, স্যুইট এবং হাভেলির জন্য ১ লাখ ১০ হাজার রুপি করে খরচ পড়বে। সব মিলিয়ে ৪ তারিখ থেকে ৬ তারিখ, এই তিন দিনে বিয়েবাড়ির ভাড়া অংক কষে বের করা দুরূহ কাজ।


শোনা যাচ্ছে, কিয়ারার ‘কবীর সিং’-এর সহ-অভিনেতা শহিদ কাপুররও সস্ত্রীক উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে।


জেবি/এসবি