দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা
দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

টানা বেশ কয়েকদিন শীর্ষস্থানে থাকার পর কিছুটা উন্নত হয়েছে ঢাকার বাতাসের মান। কিন্তু খুব বেশি সন্তোষজনক না।


শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বাতাসের মান  ‘অস্বাস্থ্যকর’ ছিল। তবে স্থান হিসেবে রয়েছে দূষিত শহর তালিকার পঞ্চমে।


শনিবার সকাল ৮টা ৫৮ মিনিটে একিউআই স্কোর ১৯২ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।


বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।


২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।