গুরুতর অসুস্থ হলেন নচিকেতা চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। শারীরিক অসুস্থার কারণে রামপুরহাটের শো বাতিল করেছেন এই কণ্ঠশিলী! শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সেখানে প্রোগ্রাম করার কথা ছিল তার।
তবে নিজেদের অসুস্থতার নিষয়ে আয়োজকদের জানালেই তার শো বাতিল করেছন আয়োজকরা। বরং একথা জানানো হয়, নচিকেতার পরিবর্তে এই অনুষ্ঠান করবেন বাবুল সুপ্রিয়।
নচিকেতা এদিন সোশ্যাল মিডিয়া জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এই শো করতে যেতে পারছেন না।
এ গায়ক বলেন, '৩ তারিখ আমার শো করতে যাওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে যেতে পারছি না। এখন প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ট্রাভেল করার অবস্থায় নেই। চিকিৎসক এতোটা রাস্তা যেতে নিষেধ করছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। কথা দিচ্ছি, সামনে ওখানে যাব, আপনাদের মনোরঞ্জন করব।'
প্রোগ্রাম শুরুর আগে আগ মুহূর্তে করতে পারবেন না যেহেতু তাই ক্ষমাও চেয়েছেন নচিকেতা। হাসিমুখেই সকলের কাছে ভালো থাকার প্রার্থনা করেছেন তিনি।
এদিকে, শরীরে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। যদিও, নচিকেতাকে দেখে যথেষ্ট উদ্বিগ্ন তার ভক্তরা। সবাই তার সুস্থতায় আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন। বেশিরভাগ ভক্তের বক্তব্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন নচিকেতা। আপনি উজ্জ্বল নক্ষত্র, আপনার সুস্থ থাকা দরকার।
জেবি/এসবি