কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব পেয়েছেন নয়নতারা!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব পেয়েছেন নয়নতারা!
নয়নতারা

ভারতের দক্ষিণী ছবির লেডি সুপারস্টার নয়নতারা। সম্প্রতি এক সাক্ষাৎকাররে কাস্টিং কাউচ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 


নয়নতারা বলেন, 'আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই।'


তিনি আরও বলেন, কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।'


শুধু যে নয়ন তারা প্রথম তা কিন্তু নয়, এর আগে ২০২০ সালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন 'বাহুবলী' খ্যাত আনুশকা শেঠি।


মালায়ালাম ছবি 'মানসিনাক্কারে' দিয়ে রঙিন পর্দায় পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী ছবির প্রথমসারির অভিনেত্রী তিনি। আগামীতে তাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার।


জেবি/এসবি