২০০ কোটি জাল টাকাসহ গ্রেফতার ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


২০০ কোটি জাল টাকাসহ গ্রেফতার ৪
জালিয়াত চক্রের গ্রেফতারকৃত ৪ সদস্য

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে বাংলাদেশি জাল টাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশি জাল মুদ্রাসহ জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।


শনিবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলেনে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।


তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দারুসসালাম থানা এলাকা থেকে জাল টাকা, ভারতীয় রুপি, আমেরিকান ডলার ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


ডিবি প্রধান বলেন, চক্রের মূল হোতা উজ্জল দাস ওরফে সোবহান শিকদারকে গ্রেফতারের পর তার সহযোগী অন্যান্যদের নাম-ঠিকানা ও বাকিদের নাম প্রকাশ করে।


তিনি আরও বলেন, বিগত কয়েক বছর যাবৎ এ সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন দেশের নোট ও রেভিনিউ স্ট্যাম্প জাল-জালিয়াত চক্রটি ঢাকার মতিঝিল এলাকা থেকে প্রয়োজনীয় কাগজ, নয়াবাজার ও মিডফোর্ট হতে রঙ, ফয়েল ও পজেটিভ সংগ্রহ করতে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে থাকে। 


তাদের কাছে থেকে যে পরিমাণ জাল টাকা তৈরির কাগজ ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে তা দিয়ে আগামী ঈদুল ফিতর এর আগে প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের দেশি ও বিদেশি জাল মূদ্রা এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে বাজারজাত করা সম্ভব।