মেহেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৩ এএম, ৫ই ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুর সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) নগরীর আমঝুপি খেলার মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, সভাপতির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুস সালাম।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফরহাদ হোসেন এমপির বদান্যতায় ও ব্যক্তিগত চেষ্টায় এ সংসদীয় এলাকার প্রতিটি উপজেলায় একই সাথে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা সম্ভব হচ্ছে।
প্রধানমন্ত্রীকে ক্রীড়া অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি জেলা শহরে টেনিস কোর্ট সুইমিংপুলসহ বিভিন্ন আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩৮০০ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে দেশের প্রায় ১০ লক্ষ NEET জনগোষ্ঠী স্বাবলম্বী হবে।
তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে।