\
দীপ্ত টিভির মেগা ধারাবাহিকে অভিনেতা সুমন
সাইফুল বারী
প্রকাশ: ০৭:১৭ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩
অভিনেতা সালাম সুমন নিয়মিত নাটকে কাজ করছেন। সব মিলেয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তিনি দীপ্তি টিভির মেগা ধারাবাহিক নাটক 'প্রেম নিকেতন' এর কাজ শেষ করেছেন। এটি রচনা করেছেন রেজওয়ান জিসান ও পরিচালনায় ছিলেন সজীব মাহমুদ। প্রযোজনা করেছেন আরবি ইনফোটেইনমেন্ট। এই ধারাবাহিকে সুমনের সাথে সানজিদা ইসলাম আনিকা জুটি বেঁধে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে সুমন বলেন, 'নাটকের গল্প অসাধারণ। গল্পটা রোমান্টিক কমেডি ধাঁচের। সব মিলিয়ে অনেক যত্ন নিয়ে নাটকটি হয়েছে । আমার চরিত্রটি উপভোগ করছি।'
এ নাটকে অন্যান্য চরিত্রে রয়েছেন- শহীদুজ্জামান সেলিম, ইমতু রাতিশ, আহসানুল হক মিনু, সাবেরী আলম, ফারজানা মিহি, বেগম মম আলী, শফিউল আলম বাবু, হাসান মাসুদ, মিলি বাশার, শামীমা ইসলাম তুষ্টি, সুষমা সরকার, মৌরিতা জুঁই, মাহমুদুল হক মিঠু, এম.এম রাজু, শাহ আলম রাজুু, ফারহাদ হোসাইন, রনি, আসমা পাঠান রুম্পা, জারা মনি, নাবিলা ইসলাম পলিনা প্রমুখ।
নতুন ধারাবাহিক 'প্রেম নিকেতন' দেখুন বৃহস্পতি থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও দীপ্তপ্লে'তে।
সাম্প্রতিক কাজ নিয়ে সুমন বলেন, 'ড্রিম ফ্যাক্টরি' নামে আরো একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে প্রতি শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে। এটি পরিচালনায় ছিলেন কামরুল হাসান সুজন। আর তিনটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় আছে। সেগুলো হলো- হৈচৈ.কম, সোনার পাখি, উগান্ডা পুর। এই তিনটির পরিচালক সজীব মাহমুদ। এছাড়াও কাজ করতেছি ঈদের বেশ কিছু একক নাটকেও।