বায়ুদূষণের শীর্ষে আজও ঢাকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩
দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে ঢাকা।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৩০। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। আজ একই সময়ে এ তালিকায় ঢাকার পরই আছে ভারতের শহর মুম্বাই (১৯৯)।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত।
সকাল সাড়ে ৯টায় আজ বায়ুর মানের নিরিখে দূষিত তালিকায় তৃতীয় স্থানে আছে চীনের শহর চেংডু (১৯৭)। ১৮৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর (১৯০)।