অন্তঃসত্ত্বা গৃহধূকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩


অন্তঃসত্ত্বা গৃহধূকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ
নরসিংদী সদর হাসপাতাল

নরসিংদীতে এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ শিখা (২০) নামের ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 


শনিবার (৪ ফেব্রুয়ারি) শহরের পশ্চিমকান্দা মহল্লায় এ ঘটনাটি ঘটে।


স্থানীয়রা জানান, শিখার সঙ্গে নরসিংদীর পশ্চিমকান্দা মহল্লার শিয়াইল্যা পুকুর পাড়ের কাজল সাহার বিয়ে হয়। গতকাল কাজলের বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠের চিৎকার শুনতে পান এলাকাবাসী। এ সময় বাড়ির গেইট ভেতর থেকে বন্ধ করে রাখেন বাসিন্দারা। প্রায় ২ ঘণ্টা পর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় শিখাকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসেন স্বামী কাজলসহ পরিবারের অন্যরা। পরে এলাকাবাসীর সহায়তায় শিখাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এলাকাবাসী জানান, শিখা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।


নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনার সম্পকে তেমন কিছু জানি না। তবে বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।