১১ দিনে ‘পাঠান’র আয় ১০০০ কোটি, ভক্তের প্রশ্নের যা বললেন কিং খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:১৫ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তির ১১ দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৮০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৭ কোটি ৭০ লাখ টাকার বেশি।
বলিউড মুভি রিভিউজের জানায়, মুক্তির ১১তম দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২৩ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪০১.১৫ কোটি রুপি। ১১তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় ৭৮০ কোটি রুপি।
এদিকে, শাহরুখ খান মাঝে মাঝে টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘পাঠান’ মুক্তির আগেও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তির পর ‘পাঠান’ সিনেমার যখন জয়রথ চলমান, ঠিক তখন নেটিজেনদের মুখোমুখি হলেন বলিউড বাদশা। আর এসময় ‘পাঠান’ সিনেমার আসল আয় নিয়ে প্রশ্ন তুলেন এক ভক্ত।
একজন প্রশ্ন করেন, ‘‘পাঠান’ সিনেমার আসল আয় কত?’’ উত্তর দিতে দেরি করেননি শাহরুখ। জবাবে কিং খান লিখেন, ‘৫০০০ কোটি ভালোবাসা, ৩০০০ কোটি প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন…। ২ বিলিয়ন হাসিমুখ, যার কাউনডাউন এখনো চলছে। তোমার অ্যাকাউন্টেন্ট কী বলছে ভাই?’
সিনেমাটিতে ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে 'পাঠান'। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
এটিতে বলিউড বাদশা শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন 'ভাইজান' খ্যাত সালমান খান।
জেবি/এসবি