কৃষি মন্ত্রণালয়ের মধ্যে অপরাজিত চ্যাম্পিয়ন বিএডিসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৪ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত বিজ্ঞানী/কর্মকর্তাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ক্যাম্পাসে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ।
গ্রুপ পর্বে বিএডিসি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটকে (বিএসআরআই)কে পরাজিত করে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে।
সেমিফাইনালে বিএডিসি’র কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) ক্রিকেট দল। ফাইনালে ৬ উইকেটের বিশাল ব্যবধানে স্বাগতিক বারিকে পরাজিত করে টিম বিএডিসি বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।
বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি নার্সভুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বিএডিসি ক্রিকেট দলকে অভিনন্দন জানান।