মার্চেই আসছে আদানির বিদ্যুৎ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩০ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের বিখ্যাত আদানি গ্রুপের বিদ্যুৎ আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই দেশে আসবে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কারসাজি ও জালিয়াতির অভিযোগে আদানি কোম্পানিকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে বিদ্যুৎ আমদানিতে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আদানির বিদ্যুৎ মার্চেই গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এই বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎকেন্দ্রের চাইতে বেশি হবে না। আদানি গ্রুপ নিয়ে ভারতসহ বিশ্বজুড়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।
আদানির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ এপ্রিল মাসে আসবে বলেও জানান প্রতিমন্ত্রী।