নিখোঁজের ৭ দিনেও উদ্ধার হয়নি শিশু, মুক্তিপন দাবীকারীকে আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৮ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


নিখোঁজের ৭ দিনেও উদ্ধার হয়নি শিশু, মুক্তিপন দাবীকারীকে আটক
নিখোঁজ হওয়া ফাতেমা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়া ফাতেমা (২) নামে এক শিশুর ৭ দিনেও সন্ধান মিলেনি। তবে এ ঘটনায় মুক্তিপন দাবীকারী আলিনুর স্বপ্না (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 


রবিবার (৫ ফেব্রুয়ারি) ওই নারীকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আমলী আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আসামী আলীনুর @ স্বপ্না টঙ্গীবাড়ী উপজেলার রাউৎভোগ গ্রামের মৃত সায়েদ মোল্লার মেয়ে।


মামলার সুত্রে জানাগেছে, গত ২৮ জানুয়ারী সকালে নিখোজ ফাতেমা ও তার দুই ভাইকে মায়ের কাছে রেখে ফাতেমার বাবা নুর এ আলম দুধ বিক্রির জন্য সিদ্ধেশ্বরী বাজারে যান। ওইদিন সকাল ১০টার দিকে তিনি সংবাদ পান তার একমাত্র মেয়ে ফাতেমাকে খুজে পাওয়া যাচ্ছেনা। এসময় নুর এ আলম বাড়িতে আসিয়া অনেক খোজাখুজি করে ফাতেমাকে না পেয়ে এই মর্মে টঙ্গীবাড়ী থানায় নুর এ আলম বাদী হয়ে এক সাধারন ডাইরী করেন। 


এরপর গত ১লা ফেব্রুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্য়ন্ত বিভিন্ন সময়ে আটক আলিনুর স্বপ্না এক মোবাইল নাম্বার থেকে নিখোজ ফাতেমার বাবা নুর এ আলমের মোবাইলে ফোন করে দুই লক্ষ টাকা ফাতেমার মুক্তিপন দাবী করেন। বিষয়টি থানায় অবগত করলে টঙ্গীবাড়ী থানার পুলিশ কৌশলে আলীনুর স্বপ্নার বসত বাড়ি হতে তাকে আটক করে। 


এ ঘটনার রবিবার (৫ ফেব্রুয়ারী) নিখোজ ফাতেমার বাবা নুর এ আলম বাদী হয়ে আটক আলীনুর স্বপ্না সহ অজ্ঞাতনামা আরো ১ জনকে আসামী করে  টঙ্গীবাড়ি থানায় মামলা করলে দুপুরের দিকে আটক আলীনুর স্বপ্নাকে আদালতে পাঠালে ওই আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন।


এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এসআই লোকমান জানান, আসামীকে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।  গ্রেফতারকৃত আলিনুর স্বপ্না বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার একাধিক বিয়ে হয়েছে। তবে বর্তমানে কোন স্বামীই নেই। সে পিত্রালয়ে থাকে।


টঙ্গীবাড়ি থানা পুলিশের ইনচার্জ মো. রাজিব খান জনবাণীকে জানান, শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মুক্তিপন দাবীকারী আলিনুর স্বপ্না (৩৫)নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


মুন্সীগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জনবাণীকে জানান, আসামী আলীনুর স্বপ্নার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় টঙ্গীবাড়ী থানায় মামলা করে আজ দুপুরে আদালতে পাঠালে। আমলী আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।


আরএক্স/