ঘোড়াঘাটে আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩২ এএম, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


ঘোড়াঘাটে আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠানে থাকা আম গাছ থেকে শহিদুল (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শহিদুল ইসলাম ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়াবাগ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ বেলা ১০ টার দিকে এসে মরদেহ উদ্ধার করে। এর আগে ভোরে নিহত শহিদুল ইসলামের মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে আসলে আম গাছে তার পিতার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/এসবি