ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০২ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের চতুর্থ চলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আগুনের খবর ছড়িয়ে পড়লে রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায়। একটি এসিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।