হাসপাতালে ভর্তি অভিনেতা আব্দুল আজিজ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:২৪ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


হাসপাতালে ভর্তি অভিনেতা আব্দুল আজিজ
অভিনেতা নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সদস্য আব্দুল আজিজ

অভিনেতা নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সদস্য আব্দুল আজিজ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গেছে।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।


কামরুজ্জামান বলেন, শনিবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। 


আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় কয়েক দশক অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। তিনি একজন নির্মাতা ও লেখক। বর্তমানে তাকে কাজে খুব একটা দেখা যায় না। তবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা মেলে তার।