আজিমপুরে বাসা থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৮ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর আজিমপুরে নিজ বাসা থেকে জ্যোতি ঘোষ (২৩) নামের স্টামফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৫ টার পরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জ্যোতির গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায়।
বর্তমানে আজিমপুর আব্দুল আজিজ লেনের একটি পাঁচতলা ভবনের ৫ম তলায় তারা দুই বোনসহ ৪ জন শিক্ষার্থী থাকতেন।
নিহতের বোন মিতা ঘোষ বলেন, ঘটনার সময়ে রুমে কেউ ছিলো না। বিকেল তিনটার দিকে বাসা গিয়ে তারা দেখতে পান জ্যোতি জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।