মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে আটক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৬:১৬ এএম, ৬ই ফেব্রুয়ারি ২০২৩

নরসিংদীর পলাশে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এমদাদুল হক নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযুক্ত বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসা করেন।
পুলিশ জানায়, এমদাদুল হক দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারে বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে হাত দেওয়াসহ ধর্ষণের করে আসছিল।
গত শনিবার বিকেলে এক শিক্ষার্থীকে একই কায়দায় ধর্ষণের চেষ্টা করলে ওই শিক্ষার্থী ছুটে গিয়ে মাদ্রাসার প্রিন্সিপালকে জানালে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ থানা পুলিশকে অবগত করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বুলু আত্মগোপনে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মুঞ্জুর আলম জানান, অফিসার ইনচার্জের নির্দেশে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।