ঢামেকে অগ্নিকাণ্ড, বের হতে গিয়ে প্রাণ গেল রোগীর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৫ এএম, ৬ই ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বের হতে গিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) নতুন ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, এ ঘটনায় মারা যাওয়া রোগীর নাম জসিম উদ্দিন (৬১)। তার বাড়ি কুমিল্লার তিতাসে।
জসিম উদ্দিনের ছেলে মফিজ বলেন, নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল আমার বাবাকে। কিন্তু আগুন লাগলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ওই সময় বাবাকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামান দুলাভাই। এরপর বাবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন হাসপাতালের কর্মচারীরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নতুন ভবনে কিডনি বিভাগে এসি বিস্ফোরণ হলে আগুন লেগে যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ওই রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকায় অক্সিজেন দেয়া হয়েছিল। কিন্তু আগুন লাগলে নার্স-ডাক্তাররা তার অক্সিজেন না খোলার অনুরোধ করেছিলেন।