চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেছি: মিম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৩


চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেছি: মিম
বিদ্যা সিনহা মিম

বর্তমান সময়ে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার তিনি  ইয়াসমিন হয়ে পর্দায় আসছেন । সত্য ঘটনা অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করছেন সুমন ধর। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন মিম। সিনেমাটির নাম ‘আমি ইয়াসমিন বলছি’।


জানা যায়, চলতি বছরের এপ্রিলে শুরু হবে সিনেমার শুটিং। আর গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে এর দৃশ্যধারণ। ঢাকাতেও হবে এর কিছু অংশের কাজ।


অভিনেত্রী জানান, 'পরাণ’র সাফল্যের পর প্রচুর কাজের অফার আসছে। তবে একটু ভেবে-চিন্তে কাজে যুক্ত হচ্ছি। এই সিনেমার চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেছিলাম আমি। এমন হৃদয়স্পর্শী, নৃশংস ঘটনা। সেজন্যই এতে যুক্ত হওয়া।


এদিকে, এ নায়িকা বর্তমানে আছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। সেখানে তিনি অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিতের সঙ্গে 'মানুষ' নামের একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। বর্তমানে সিনেমার শেষ লটের শুটিং চলছে।