ডিএমপির ৪ উপ-পুলিশ কমিশনাকে বদলি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩১ পিএম, ৬ই ফেব্রুয়ারি ২০২৩

ডিএমপির অতিরিক্ত চার উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার বদলি করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বদলিকৃতরা হলেন- মিরপুর বিভাগের দারুসসালাম জোনের এডিসি এ.জেড.এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ে, ডিএমপির প্রটেকশন বিভাগের মো. জামিনুর রহমান খানকে দারুসসালাম জোনে, সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ের মো. তৌহিদুল ইসলামকে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের তাপস কুমার দাসকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, উল্লেখিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।