শাহরুখ খানের 'আঁখে খুলি' গানে নেচে ভাইরাল চীনা শিশু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
বলিউড বাদশা শারুখ খানের মোহাব্বাতে মুভির 'আঁখে খুলি' গানের সাথে তাল মিলিয়ে নাছে চীনের এক শিশু। সম্প্রতি শিশুটির নাচের এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটে দেখা গেছে,বলিউড কিংয়ের জনপ্রিয় এই গানের নাচের সঙ্গে তাল মিলিয়ে নাচছে চীনা শিশুটি।
গত ২২ জানুয়ারি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাকি হ্যাং হ্যাং এ 'হ্যাপি নিউ ইয়ার' লিখে ভিডিওটি শেয়ার করা হয়। এটি ইতিমধ্যে ৮ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এবং ৯ লাখ ৭০ হাজার লাইক পড়েছে।
শিশুটির নাচের ভিডিওটি ইতিমধ্যে নেট জনতার মন জয় করে নিয়েছে। ভিডিওটিতে তার দুর্দান্ত এক্সপ্রেসনের প্রশংসা দেখা যাচ্ছে মন্তব্যের ঘরজুড়ে। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, 'সত্যি আমার বিশ্বাস হচ্ছে না, নাচের প্রতিটি দৃশ্য অসাধরণভাবে মিলে গেছে। আগামী দিনে সে হৃতিক রোশনের প্রতিদ্বন্দী।'
আরেকজন লিখেছেন, 'তার নাচের ভঙ্গিমা অসাধারণ, আগামীতে তার বলিউডের গানের আরও ভিডিও চাই।'
জেবি/এসবি