ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী গ্রেফতার
ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজধানীর পলাশীতে কাভার্ডভ্যান থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ছিনতাই করে পালানোর সময় তাদেরকে আটক করে পুলিশ। পরে আটক তিন শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয় বলে জানা গেছে।


রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর পলাশীতে অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 


সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই মো. ওমর ছানী নাঈম।


তিনি বলেন, তারা তিনজন রাত ৩টার সময়ে কাভার্ডভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে, ৫০ হাজার টাকা না পেয়ে ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় চকবাজার থানা পুলিশ আটক করে, সে সময় আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পরে আটক করা তিনজনকে নিয়ে থানায় হাজির হই ছিনতাইয়ের শিকার ব্যক্তি দস্যুতার মামলা দিলে আমলে নিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়।


এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে গ্রেফতার দেখিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।