আবাসিক হোটেলে থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে পিপিসা ত্রিপুরা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানার গোমতী এলাকায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই মো. হাবিজ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে হোটেল আরাফাতে যাই। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। এরপর উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ আমাদের জানায়- গতকাল সকালে যুবকটি এই হোটেলে ওঠে। আজ সকালে তাকে ডাকাডাকি করলেও হোটেলের দরজা না খুলেনি।