৩১ বছরে পা রাখলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
বলিউডের 'আইটেম গার্ল' নোরা ফাতেহির আজ বিশেষ দিন। কারণ, আজ তার ৩১তম জন্মদিন। গত কয়েক বছরে অভিনয়গুণে বিনোদন জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মরক্কান এই সুন্দরী।
বলি পাড়ার এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।
বলা হয়েছে, মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন।
তিনি ২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। তবে ভারতীয় সিনেমার অপর ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি 'টেম্পার' এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন।
জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে দিলবার দিলবার, কামারিয়া, গারমি এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতির কারণে বিশেষ ধরণের খ্যাতি পেয়ছেন তিনি।
জেবি/এসবি